শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫   চৈত্র ২৭ ১৪৩১   ১২ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৯০৬

চেষ্টা ও সফলতা 

আফসানা মিমি

প্রকাশিত: ৩১ মে ২০১৯  

তোমার দ্বারা কিছু হবে না, কিছু না।  আজ যে বা যারা আপনাকে বলবে আপনার দ্বারা কিছু হবে না, কোন একদিন আপনার সাফল্যেই তাদের কেউ কেউ বলবে "এগিয়ে যাও" সামনের দিকে। সেদিন আজকের আপনি হয়ে যাবেন তাদের প্রয়োজনের একজন। 
সাফল্যের পথে অসংখ্য বার বাঁধা আসবে, অনেকে কটু কথা শুনাবে। তবে ব্যক্তিগতভাবে একজন মানুষের উচিৎ তাদের কটু কথা এবং সকল বাধা বিপত্তি উপেক্ষা করে লক্ষ্যে পৌঁছানোর তীব্র ইচ্ছাটাকে জাগ্রত করা । কারন যদি আপনি সফল হন তবেই আপনি ঠিকে যাবেন ঠিকে যাওয়ার লড়াইয়ে। যা আপনাকে দিবে আত্মতৃপ্তিকর সফলতা।
সেজন্য থাকতে হবে প্রবল ইচ্ছাশক্তি, ধৈর্য্য আর চেষ্টা ।
চলতি পথে যদি কেউ কখনো সফল না হয় তবে সেটা হেরে যাওয়া নয়। হেরে যাওয়া সেটাই, ব্যর্থ হওয়ার পর আবার পুনরায় চেষ্টা না করা। ঠিক একইভাবে সফলতা অর্জনের চেষ্টার পাশাপাশি থাকতে হবে ধৈর্য্য। যা অসংখ্য মহৎ গুনাবলীর মধ্যে একটি। তাই সেই ধৈর্য্যশীলতাটাকে ধারন করতে হবে। 
এবং, হাজারো সমস্যার মোকাবিলা করার মতো সাহস যোগাতে হবে যেন সমস্যার সমাধান করে আবার সামনে এগিয়ে যাওয়া যায়। মাটিতে পড়ে যাওয়ার পর আবার দাঁড়াতে হবে জিতে যাওয়ার তীব্র ইচ্ছায়।
যদি অসাধ্য সাধন করতে চান তবে ত্যাগী হোন, চেষ্টা করুন। মনে রাখবেন, সফলতা কেউ সহজে পায়নি। 
একাধিকবার চেষ্টা করুন । জয় হবেই। হতাশ হবেন না । বরং এগিয়ে চলুন সামনের দিকে। 
আজ পর্যন্ত যারা সফল হয়েছে তাদের দিকে তাকান। তাদের জিতে যাওয়ার কাহিনী শুনুন, জানুন। তারা কেউ হুট করেই সফল হয়নি।
"আলবার্ট আইনস্টাইনের" সম্পর্কে হয়তো শুনেছেন । যিনি ফেল করেছেন বারবার, বসতেন শেষ বেঞ্চে। যার কোন কিছু মনে থাকতো না। সেই "আলবার্ট আইনস্টাইন" সবাইকে অবাক করেছিলেন তার থিউরি অফ রিলিটিবিটি দিয়ে। নোবেলও অর্জন করেছেন। 
বলেন, তিনি কি পারেননি জনপ্রিয় হতে? যার কিছু মনে থাকত না সেই মানুষটাই জনপ্রিয় হয়ে গেল তাহলে আপনি কেন পারবেন না? 
আপনিও পারবেন । শুধু ধৈর্য্যের সাথে চেষ্টা চালিয়ে যেতে হবে। 
তবেই জয় নিশ্চিত।

এই বিভাগের আরো খবর